মোঃ কামাল হোসেন যশোর থেকে:
বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়- যশোর (D.N.C) এর পরিদর্শক এর নেতৃত্বে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৮০০ পিস ইয়াবা সহ জাহিদা বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে, ধৃত আসামী জাহিদা বেগমের নামে যশোর কোতোয়ালি থানায় ১ টি নিয়মিত মামলা দায়ের করে।
জানা যায়, গ্রেপতার কৃত আমামী জাহিদা বেগম, স্বামী সেকেন্দার, সাং রায়পাড়া কতোয়ালি- যশোর, দীর্ঘদিন এ ব্যবসার সাথে জরিত। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায় আসামি জাহিদা বেগমের নামে মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠান হবে বল জানিয়েছেন কোতোয়ালি পুলিশ ।