নাটোরের বাগাতিপাড়ায় নারী নির্যাতন, হত্যা মামলা, অবৈধ পুকুর খনন, ভেজাল গুড়, জুয়া ও মাদক কারবারিদের নিকট থেকে কমিশন নেয়ার অভিযোগে উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক মিজানুর রহমান মিজানকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তিনি উপজেলার মাড়িয়া গ্রামের সাজদার রহমান বাগুর ছেলে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সভাপতি (ভার.) রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তার প্রতিনিধিত্ব বাতিল করেছে ৭১ টেলিভিশন। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান, মিজান তার ভাই ও মাকে দিয়ে মাদক ব্যবসা করায়, অবৈধ পুকুর খনন ও ভেজাল গুড় কারবারিদের থেকে কমিশন নেয় এর একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতে হত্যা মামলা রুজু হয়েছে (যার নম্বর সি আর-৯০/২৩ (বাগাতি) ধারা ৩০২/৩৪ দ.বি.) এজন্য তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভার.) রিয়াজুল ইসলাম বলেন, মিজান দীর্ঘদিন ধরে এসব অপকর্মের যাথে যুক্ত। তার অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই কার্যকরী কমিটির সভায় তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।