স্টাফ রিপোর্টার:
মহেশ্বরপাশা খাদ্য গুদামের সর্দার, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য জামাল হত্যাকান্ডের মুল আসামী মো. আমির হোসেনকে নওয়াপাড়া থেকে পুলিশ আটক করেছে। আটকের বিষয়টি স্বীকার করেছে ডিসি নর্থ মোল্লা মো. জাহাঙ্গীর আলম। এর আগে ২০ জুলাই মাছুম ওরফে কালা মাছুমকে পশ্চিম সেনপাড়া থেকে গ্রেফতার করে থানা পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় সরাসরি পাঁচ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। মহেশ্বরপাশা খাদ্য গুদামের সর্দার, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মো. জামাল হত্যাকান্ডের মূল অভিযুক্ত আসামী মহেশ্বরপাশা লাল মিয়ার পুত্র খুলনা বিভাগীয় ্ট্রাক শ্রমিক ইউনিয়নের লাইন সেক্রেটারী মো. আমির হোসেনকে মঙ্গলবার বিকালে নওয়াপাড়া বাসষ্টান্ড থেকে গ্রেফতার করা হয়। আমির হোসেন নওয়াপাড়া নুরবাগ বাসষ্টান্ডে ঘোরাঘুর করার সময় আটক করা হয়।
ডিসি নর্থ মোল্যা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন আমাদের একটি টীম তাকে ধরার জন্য মাঠে কাজ করছিল। সোর্সের মাধ্যমে খবর পেয়ে তাকে ধরা হয়েছে আমাদের একটি টীম সেখানে রওয়ান দিয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ মোশারফ হোসেন জানিয়েছেন, মামলার মুল আমির হোসেন অভয়নগর থানা এলাকায় আটক হয়েছে। তাকে নিয়ে আসার জন্য যোগাযোগ চলছে । এই হত্যাকান্ডের সাথে সরাসরি পাঁচজন জড়িত থাকার কথা উঠে এসেছে। এজাহারভুক্ত আমাসী মানিকতলার মান্নানের পুত্র, ট্রাকের হেলপার বিপ্লব ও মহেশ্বরপাশা সাহেবপাড়ার হোসেন আলীর পুত্র ট্রাক চালক হিরোকে চারদিনের রিমান্ড শেষে আদালতে প্রেরন করা হয়েছে। আদালতে ১৬৪ জবানবন্দি গ্রহন করা হয়েছে।