নাটোরের সিংড়ায় ২০০০ সালে গঠিত সামাজিক সংগঠন সিংড়া বন্ধন সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় টিবিএম কলেজে এ সম্মেলন শুরু হয়। পরে রাত ১০টায় নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম রাজু।
সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পুনরায় সিংড়া বন্ধন সংঘের সভাপতি নির্বাচিত হন মো. শামসুল আলম সামি, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. খায়রুল হাসান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. হামিদুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন বন্ধন সংঘের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনসহ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বন্ধন সংঘ ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে বৃক্ষরোপন কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, করোনা ও বন্যায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে।