প্রাকৃতিক পরিবেশের ওপর ক্রমবর্ধমান চাপ কমিয়ে বিশ্বকে বসবাসের উপযোগী রাখতে সক্রিয় ভূমিকা পালনে মানুষকে উৎসাহিত করার লক্ষে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। “প্লাস্টিক দূষণের সমাধান” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাটোরে মানববন্ধন ও পথসভা করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সনাক সদস্য রনেন রায় এর সভাপতিত্বে এবং সনাক সহ-সভাপতি শিবলী সাদিক এর সঞ্চালনায় ৫ জুন রোজ সোমবার সকাল ৯ টায় পুরাতন প্রেসক্লাব এর সামনে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে সনাকের সাথে একাত্মতা ঘোষনা করে কার্যক্রমে অংশগ্রহন করে বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখা।
স্বাগত বক্তব্যকালে সনাক সদস্য বিভাষ রঞ্জন দাস বলেন, মানুষের অসচেতনতা পরিবেশ দূষণের প্রধান কারণ। প্লাস্টিক পচনশীল বস্তু না ফলে যেখানে সেখানে প্লাস্টিক ফেললে সেই প্লাস্টিক মাটির উর্বরতা কমায়। তাই নিদিষ্ট জায়গায় প্লাস্টিক ফেলতে হবে।
টিআইবি’র নাটোর এরিয়া কো-অর্ডিনেটর শফিউল ইসলাম বলেন, প্লাস্টিক সম্পর্কে মানুষ অবগত না থাকার কারণে তারা যেখানে সেখানে প্লাস্টিক ফেলে। তারা যদি জানতো যেখানে সেখানে প্লাস্টিক ফেলা তাদেরই ক্ষতির কারণ হচ্ছে তাহলে তারা এ কাজ থেকে বিরত থাকতো। এজন্য জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি প্রচুর পরিমানে গাছ লাগাতে হবে।
সভাপতির বক্তব্যকালে রনেন রায় বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে বেশী বেশী করে গাছ লাগাতে হবে। প্লাস্টিকের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। যেখানে সেখানে প্লাস্টিক ফেলা থেকে বিরত থাকতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, সনাক সদস্য সাইফুল হুদা,মহিলা পরিষদের পরিবেশ সম্পাদক তসলিমা খান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়েস দলনেতা সুজন কুমার শীল,সহ-দলনেতা সাবরিনা সুলতানা শান্তা,মহিলা পরিষদের নাসিম-ই গুলশান,মাকসুদা পারভীন সহ সনাক,ইয়েস,মহিলা পরিষদের সদস্যবৃন্দ।