শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে তামাকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে তাড়াশ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তামাক মুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “ তামাক নয়, খাদ্য ফলান ”। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডবিøউবিবি) ট্রাস্টের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন তামাকের বিরুদ্ধে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে।
পরিবর্তন সংস্থার সভাপতি মুনসুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, প্রধান বক্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, সহকারী সমাজসেবা কর্মকর্তা জিএম মাকসুদুল আলম, নারী ও শিশু কল্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হোসনে আরা পারভীন লাভলী, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর