পাবনার সাঁথিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার বাবু নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় দিকে উপজেলার পাবনা- ঢাকা- মহাসড়কের মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু পাশ্ববর্তী নাটোর জেলার বড়াইগ্রামের কাশেমের ছেলে। মাধপুর হাইওয়ে ফাড়ির ইনচার্জ নবির উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে পাবনা গামী রড বোঝাই ট্রাকের সাথে পাবনা থেকে কাশিনাথপুর গামী ভুসি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই রড বোঝাই ট্রাকের হেলপার বাবু (৪৫) নিহত হন। অপর ট্রাকের চালক আ: লতিফ ও হেলপার তুহিন আহত হয়। সংবাদ পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক অপসারন করে বলে জানান ইউনিট প্রধান জাকির হোসেন। নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর ও থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।