সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে আগুনে পুড়লো কৃষকের সম্বল

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুসুল্লি ইউনিয়নে কামাল পুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায়  দুইটি ঘর সহ ৫ টি গরু আগুনে পুড়ে। তার মধ্যে তিনটি গরু মারা যায় এবং দুইটি গরু বেশীর ভাগ শরীলেই পুড়ে গেছে। কামালপুর গ্রামের ফুলের বাপের পুত্র মতি মিয়ার ৩ টি গরু ও আমির উদ্দিনের পুত্র মানিক মিয়ার ২ টি গরু। ২৫ মে  বৃহস্পতিবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
কৃষক মানিক মিয়া  জানান, রাত ১০  দিকে তিনি গোয়াল ঘরে ঢুকে পালিত গরু গুলোকে খাবার দেন। এরপর বসতঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে শব্দশুনে ঘুম ভাঙ্গে একবার গল্পরের দিকে তাকিয়ে দেখে পুরো ঘরটি  এরপর গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখেন পুরো ঘরটি আগুনে জ্বলছে।
এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মতি মিয়া ও মানিক  মিয়ার  দুইটি গোয়াল ঘর  পুড়ে যায়। গোয়াল ঘরে থাকা ৫ টি গরুর মধ্যে ৩ টি গরু  পুড়ে মারা যায় । এ ছাড়া ১টি গাভী ও ১ ছোট বাচুর  দগ্ধ অবস্থায়ই ঘর থেকে বেরিয়ে আসে। সেটি এখনও বেঁচে আছে।
মতি ও মানিক মিয়ার  বলেন, ‘গরু গুলোই ছিল আমার সম্বল। মৃত ৩ টি গরু ও ঘর অন্তত ৬ লাখ টাকা হতো। নান্দাইল ফায়ার সার্ভিস কর্মী ফায়ার ফাইটার রফিক মিয়া কাছে  জানান চাইলে তিনি বলেন আমরা  এই অগ্নিকাণ্ড সম্পর্কে কোন খবর বা তথ্য পাই নি।
 মুশুল্লী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব ও স্থানীয় সংবাদ কর্মী মনজুরুল হক আগুন লাগার খবরটি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর