পাবনার চাটমোহর হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামে রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল ১১টায় এডিবির অর্থায়নে দুই লাখ টাকা ব্যয়ে ৬০ মিটার রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন। পাঁচশোয়াইল গ্রামের আলিমুদ্দিনের দোকান থেকে টলটলী পাড়া অভিমুখি এ রাস্তা উদ্বোধন কালে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুল হাই মাস্টার, মনির হোসেন, আব্দুর রউফ, মোকতার হোসেন, আলিমুদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।