ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিরহাজুল ইসলাম শিবলীকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাব।
রবিবার (১৪ মে) বিকাল সাড়ে ৫ টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘটনায় তিব্র নিন্দা, প্রতিবাদ ও অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান ভাঙ্গুড়া প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক মাহবুব উল-আলম বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক আয়নুল হক, সাংগঠনিক সম্পাদিক ও মানবকণ্ঠের প্রতিনিধি রায়হান আলী, আমাদের সময়ের প্রতিনিধি প্রভাষক আব্দুর রহিম, খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিনু রহমান খান, আমার সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন প্রমূখ।
উল্লেখ্য, শনিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে উঠেন মিরহাজুল ইসলাম শিবলী। ট্রেনে প্রচুর ভিড় থাকায় ট্রেনের দরজায় দাড়িয়েই ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে দরজায় ব্যাগ রাখাকে কেন্দ্র করে এক সহযাত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনাটি মিটমাটও হয়ে যায়। কিন্তু ট্রেন গাজীপুর পৌঁছালে হঠাৎ করে পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই সহযাত্রী। শিবলী চলন্ত ট্রেন থেকে নিচে পাথরের ওপর পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল করে পুলিশের সহায়তায় নিয়ে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।