পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুর ২টায় পৌর শহরের সাঁড়া গোপালপুর তহুরুল ইসলাম মানিক হাজীর পুকুর থেকে স্থানীয়রা তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত হলো সাঁড়া গোপালপুর গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ মন্ডল (১০), একই এলাকার পাঞ্জুর ছেলে হৃদয় (১০) ও উপজেলার মাজদিয়া গ্রামের আকিজলের মেয়ে আনিকা (১২)।
নিহত জাহিদ মন্ডলের বাবা বাচ্চু মন্ডল জানান সকাল ১১টার পর জাহিদ বাড়ি থেকে বের হয়। এসময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার বোনের মেয়ে আনিকা ও এলাকার শ্যালো মেশিন চালক পাঞ্জুর ছেলে হৃদয় তার সঙ্গে ছিল তারা তিনজনই প্রায় সমবয়সী।
দুপুর ১টার দিকে জানতে পারি তারা মানিক হাজীর পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। পরে অনেক খোঁজখুঁজির পর ওই পুকুর থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মালিহা ফাইরোজ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিন শিশু মারা যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।