বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

ই-পেপার

তাড়াশ উপজেলার কবি আব্দুল লতিফের জীবনী পরিচিতি ; গ্রন্থনায় কবি নুরুজ্জামান সবুজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ৯:০০ পূর্বাহ্ণ

চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জ জেলার #তাড়াশ_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি আব্দুল লতিফের জীবন বৃত্তান্ত । 
চলনবিল অঞ্চলের একটি অন্যতম উপজেলার নাম তাড়াশ। এই তাড়াশ উপজেলার যে সকল কবি সাহিত্য ভান্ডার সমৃদ্ধ করার প্রয়াস পেয়েছেন তার মধ্যে কবি মোঃআব্দুল লতিফ অন্যতম।
#কবি_মোঃ_আব্দুল_লতিফঃ
কবি মোঃ আব্দুল লতিফ ১৩৬২ বাংলা সালের ১১জৈষ্ঠ পারিল গ্রামে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম মোঃ বাবর উদ্দিন মাতার নাম লুৎফুন নেছা।কবি ছাত্র জীবন থেকেই লেখা লেখি করে আজ অবধি নিরন্তর পথচলায় লিখে চলেছেন। কবি সাংবাদিকতার সাথে জড়িত থেকে তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।কবি ক্রীড়া ও ললিতকলায় পারদর্শী।
কবির কবিতার বইঅভিযান তার গান গল্প নাটক বিভিন্ন দৈনিক সাপ্তাহিক পত্র-পত্রিকায় ও বিভিন্ন সাহিত্য সাময়িকীতে প্রকাশ পেয়েছে। ব্যক্তিগত জীবনে ধর্মভ।
সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: নৈতিক ভাঙ্গুড়া এবং দৈনিক চলনবিলের কথা ।
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_সাইদুর_রহমান_সাঈদের জীবনী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর