সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ইন্তেকাল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৫:১৬ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামীলীগ চাটমোহর উপজেলা শাখার সাবেক সহ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ (৭৫) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৬ এপ্রিল) শেষ রাত দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরের মাস্টারপাড়া এলাকার বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি। দীর্ঘ দিন যাবত তিনি শারিরিক অসুস্থ্যতায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাতে অসুস্থ্য অনুভব করলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুর দুই টায় চাটমোহর বালুচর মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে বিকেল তিনটায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার ধুলাউড়ি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর