উপজেলা প্রশাসনের আয়োজনে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত,গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করেন, প্রধান অতিথি আহমেদ ফিরোজ কবির এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।