ঝালকাঠির রাজাপুর উপজেলার ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাঘরী এলাকায় সোমবার দুপুরে ঝালকাঠিগামী পিরোজপুর সদর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের জীপের (ঢাকা মেট্রো-ঠ ১৩-৭৫২১) চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে অধিদপ্তরের ৫ কর্মকর্তা-কর্মচারী আহত হয় । আহতরা হলো (পরিতোষ চন্দ্র মিত্র (৪৫), ভেটেরিনারি সার্জন; সিদ্ধার্থ সরকার (৩৫), ভেটেরিনারি সার্জন; শুভঙ্কর দত্ত (৪৫), উপ প্রাণীসম্পদ কর্মকর্তা; শ্রী নন্দন পাল (৫৬), উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা ও মোঃ হাসান(ড্রাইভার) আহত হয়।
আহতদের দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান’কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। অন্য ৪ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। রাজাপুর থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করছে।