সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

ই-পেপার

সুজানগরে সুবিধাবঞ্চিত শিশু ও নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকায় ঈদ বাজার

সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। নতুন কিছু ছাড়া ঈদের খুশি আর আনন্দে যেন অনেকটা অপূর্ণতা থেকে যায়। আসন্ন ঈদকে কেন্দ্র করে সমাজের বিত্তবানরা পোশাক-জুতাসহ নানা কিছু কিনে থাকেন। কিন্তু সমাজের নিম্ন আয়ের মানুষের পক্ষে তা অনেকাংশেই সম্ভব হয়ে ওঠে না।এ ভাবনাকে সামনে রেখেই অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মাত্র ১০ টাকায় পছন্দের ঈদ বাজারের আয়োজন করেছে আবুল কাশেম ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে পৌর বাজারের আবুল কাশেম প্লাজায় এ ঈদ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় আ.লীগ নেতা কুতুব উদ্দিন, গণমাধ্যম কর্মী মোহাম্মদ আলী,মনিরুজ্জামান,এম এ আলিম রিপন, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা ইয়াসমিন টুম্পা, ফাউন্ডেশনের সদস্য এস এম সোহাগ হোসেন, রুবেল হোসেন, আব্দুর রহমান, শরিফ শাওন, ওমর ফারুক,আনিছুর রহমান ও এস এম নিয়াজুল হাসান রিয়াদ উপস্থিত ছিলেন । উদ্বোধনের পর থেকেই বড় ও ছোটদের পোশাক সহ নানা ঈদ সামগ্রী মাত্র ১০ টাকায় এ বাজার থেকে কিনছেন নিম্ন আয়ের ক্রেতারা।আয়োজকরা জানান, অসহায় দরিদ্র মানুষের ঈদ আনন্দে যেন ভাটা না পড়ে, সেই লক্ষ্যে মাত্র ১০ টাকার বিনিময়ে অসহায়দের হাতে ঈদের পোশাকসহ অন্যান্য সামগ্রী তুলে দিতেই এমন আয়োজন করেছেন তারা।এমন ভিন্নধর্মী আয়োজনে বেশ আনন্দিত হয়ে ওঠেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষজন। মাত্র ১০ টাকায় পছন্দের পণ্য হাতে পেয়ে খুশিতে আত্মহারা হন ছোট-বড় সববয়সীরা। বাজারে আসা তোফাজ্জল হোসেন নামে এক দরিদ্র ভ্যান চালকের সঙ্গে কথা হয় । সঙ্গে এসেছিল তার ৮ বছরের ছোট্ট শিশু। তোফাজ্জল হোসেন জানান, মাত্র ১০ টাকায় নিজের জন্য একটি লুঙ্গি এবং ছোট্ট বাচ্চার জন্য পাঞ্জাবি পেয়ে বেশ খুশি তিনি। বললেন, আমরা গরীব অসহায় মানুষ। এত টাকা খরচ করে নতুন পোশাক কেনার ¶মতা নেই। সারাদিন ভ্যান চালিয়ে সামান্য যে কয়েক টাকা পাই, তা দিয়ে সংসারের খরচ চালানোর পর বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া-ই কষ্ট হয়ে যায়। সেখানে মাত্র ১০ টাকায় ছেলেটির জন্য নতুন পাঞ্জাবি এবং আমার জন্য লুঙ্গি পেলাম। অপর এক গৃহকর্মী রত্না খাতুনের সাথে এই বাজারে এসে পছন্দের জামা পেয়ে বেশ খুশি ছিল ছোট্ট শিশু সালমা। সে জানায়, মাত্র ১০ টাকা দিয়ে তার পছন্দের জামা কিনেছে। খুব খুশি লাগছে তার। ঈদের মার্কেট হয়ে গেছে।নামমাত্র মূল্যে পছন্দের পণ্য সুবিধাবঞ্চিত এসব মানুষদের হাতে তুলে দিতে পেরে সন্তুষ্টির কথা জানান আয়োজকরাও। আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা ইয়াসমিন টুম্পা বলেন, ১০ টাকায় ঈদ বাজারের আয়োজন করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, কেউ যেন মনে না করেন যে, তিনি কারও কৃপা বা সাহায্য নিয়েছেন। এ বাজার পবিত্র ঈদুল ফিতরের আগেরদিন পর্যন্ত চলমান থাকবে বলেও জানান। তিনি আরও বলেন, ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে অটিজম শিশুদের কল্যাণে কাজ করা, পথ শিশুদের শিক্ষাদান, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সুজানগর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত আবুল কাশেমের নামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর