পাবনায় জমিজমা সংক্রান্ত মামলায় স্বাক্ষী দিতে এসে সন্ত্রাসী হামলায় অন্তত ৪জন রক্তাক্ত জখম হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ৩টার দিকে পাবনা উকিলবারের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মালেক মোল্লা। লিখিত অভিযোগ থেকে জানা যায়, পাবনা এডিসি রাজস্ব আদালতে ২০২১ সালের ১০৮ নাম্বার মামলার হাজিরার দিন ধার্য্য থাকায় দেবোত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মালেক মোল্লাসহ তারা ৫ ভাই
হাজিরা শেষে পাবনা জজকোর্টের উকিলবারের সামনে আসলে পৌর শহরের শালগাড়িয়া এলাকার মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে মো: ওসমান গনি মোল্লা নিলয় ও ১০/১৫ জন সন্ত্রাসী তাদের উপর চাকু, রড, হকিস্টিক, লাঠিসোঠা নিয়ে অতর্কিতে হামলা করে এবং মামলা উঠিয়ে নেওয়াসহ হত্যার হুমকি দেয়। এ সময় সন্ত্রাসীদের হামলায় মো: তারেক হোসেন, মো: আজমল হোসেন, মো: আব্দুল বারী ও মো: আব্দুল খালেক মোল্লা রক্তাক্ত জখম হন।
পরে আহতদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎকের নিকট নিয়ে চিকিৎসা প্রদান করেন।
দেবোত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মালেক মোল্লা জানান, এর আগেও শালগাড়িয়া মহল্লার মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে মো: ওসমান গনি মোল্লা নিলয় মামলায় রায় না পেয়ে সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়। এ বিষয়ে সুষ্ঠ তদন্তসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।