পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৯ম ও ১০ম শ্রেনির শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে এ ট্যাব বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার মোট ৩৭ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৯ ম ও ১০ম শ্রেনীর মেধাবী ২শ’ ২২ জন শিক্ষার্থীর মাঝে এ ট্যাব বিতরণ করা হয়েছে।