দিনাজপুরের নবাবগঞ্জে বাসের চাপায় কবির মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতর খালাতো ভাই মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ( ১১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত কবির মিয়া (১৮) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মানিকবেড়া কুড়ের পাড় গ্রামের মোঃ মিজানুর রহমান ছেলে।
পুলিশ ও নিহতর খালাতো ভাই শাহিন আলম জানান, মোটরসাইকেল যোগে বিরামপুর থেকে নবাবগঞ্জ আসার পথে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রেখা পরিবহনের বাসকে ( ঢাকা মেট্রো-ব ১৫-৪০৬১) ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পিছন থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই কবির মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার নবাবগঞ্জ থানায় আনেন, পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।