পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ী পশ্চিম পাড়া মোঃ মোখছেদ হোসেনের বাড়ীতে ৯এপ্রিল ২০২৩ রোজ রবিবার দুপুর আনুমানিক পৌনে ১১টার সময় বৈদ্যুতিক সংযোগ হতে আগুনের সুত্রপাত হয় বলে স্হানীয় লোকজন জানান। এতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত মোছাঃ মারিয়া খাতুন (৬) পিতা মোঃ রুবেল হোসেন শিশু বাচ্চাটি আগুনে দুগ্ধ হয়ে নিহত হন। এছাড়াও মোঃ মোকছেদ আলী পিতা মৃত খোরশেদ প্রাং মোঃ আরশেদ পিতা মৃত খোরশেদ প্রাং মোঃ আলামীন হোসেন পিতাঃ মোঃ মোকছেদ আলী প্রমুখ এতে তিনটি ঘর, পিয়াজ, টাকা ও পাট সহ সবকিছু আগুনে পুড়ে যায় । এতে ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা। ঘটনাস্হলে সাঁথিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন এবং ঘটনাস্হল পরিদর্শন করেন ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জরিফ আহমেদ মাস্টার।