অমিত হাসান হৃদয়:
রিজেন্ট চেয়ারম্যান সাহেদের প্রতারণার বিষয়ে তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাদের ছত্রছায়া ও পৃষ্ঠপোষকতায় সাহেদ ও সাবরিনা মতো অপরাধীরা বেড়ে উঠেছে তাও তদন্ত করে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ এ-ই রকম অপরাধী যত বড়ো শক্তি শালী হোক তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে। গেল ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান ও সিলগালার পর ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আত্মগোপনে থাকা সাহেদকে। ১৬-ই জুলাই আদালতের নির্দেশে পাঠানো হয় ১০ দিনের রিমান্ডে।