পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল দশটায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। এসময় সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর থানা ওসি জালাল উদ্দিন, ডাক্তার গোলজার হোসেন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।