চাটমোহর হান্ডিয়াল পাকপাড়া কেন্দ্রীয় গোরস্থানের গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকাল ১১ টায় গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক ফকির গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ শাহ আলম প্রামানিক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হান্ডিয়াল শাখা’র সিনিয়র অফিসার মোঃ শহিদুল ইসলাম, হরিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সামাদ আজাদী, হান্ডিয়াল পাকপাড়া শাহ মোখলেছুর রহমান ওয়াক্ফ এস্টেট সভাপতি এ্যাডঃ জহুরুল ইসলাম, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, গোরস্থান পরিচালনা কমিটির সম্পাদক কে,এম, জাহিদুল ইসলাম, পাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কে,এম, আনোয়ার হোসেন, হান্ডিয়াল ইউপি সদস্য মোঃ রিপন হোসেন সহ গোরস্থান পরিচালনা কমিটির সকল সদস্য ও অত্র গ্রামবাসি উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দোয়া ও মোনাজাত করা হয়।