পাবনার চাটমোহর উপজেলার হরিপুর থেকে ইসমাইল হোসেন (২৯) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। নিহত ইসমাইল হোসেন ওই ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃতঃ ছানোয়ার হোসেনের ছেলে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১২ টার দিকে ইউনিয়নের ডাকাতের ভিটা এলাকার নলগাড়ি বিলের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে গেলে পার্শ্ববর্তী ভুট্টার জমি থেকে দুর্গন্ধ বের হলে কৃষকেরা কয়েকজন গিয়ে লাশটি দেখতে পায়। পরে চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর দুই ঘন্টা পর তেবাড়িয়া গ্রামের মাহমুদা খাতুন লাশটি তার স্বামী ইসমাইল হোসেনের বলে সনাক্ত করেন।
নিহতের স্ত্রী মাহমুদা খাতুন আরো জানান, তার স্বামী গত ২২ ফেব্রুয়ারি নিখোঁজ ছিল। এব্যাপারে ২৫ ফেব্রুয়ারি থানায় একটি জিডি করা হয়েছিলো।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জালাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।