সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

ই-পেপার

প্রতিদ্বন্দ্বিতা না থাকলে, সে নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে: সিইসি

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৮ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় ফাঁক থাকলে, নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে, সে নির্বাচন প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমুলক বলা যাবে না। সে নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে।
রোববার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় পাবনার ঈশ্বরদীতে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার : চ্যালেঞ্জসমূহ এবং উত্তরোণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মমালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এ সময় সিইসি আরও বলেন, ‘আমরা স্বস্তিদায়ক হিসেবে এবং সহজভাবে নির্বাচন আয়োজন করতে চাই। সেজন্য আমরা প্রত্যাশা করি, দেশের বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহন করে, তাদের মধ্যে মোটাদাগে বোঝাপড়া থাকে তাহল ভাল নির্বাচন উপহার দিতে পারবো। আমরা সেই আস্থা এখনও রেখে যাচ্ছি।’
রাজনৈতিক দন্দ্ব বিভেদ ভুলে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে সিইসি বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো বোঝাপড়ার গ্যাপ থাকে তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করুন। সবার সহযোগিতায় সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহনে জনগণের কাছে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চেষ্টা করবো।’
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট এর সেমিনার হল রুমে আয়োজিত কর্মমালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ মহাপরিদর্শক আব্দুল বাতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর