পাবনার ভাঙ্গুড়ায় নবাগত সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) এসএম হাবিবুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, আমেরিকা, বৃটেন না গিয়ে বাংলাদেশকে আমেরিকা, বৃটেন বানানোর জন্য কাজ করেন। বাংলাদেশ একটি অপার সম্ভবনাময় দেশ। এই দেশ নিয়ে তিনি গর্ব করে দেশ মাতৃকার প্রতি গভীর মমত্ববোধ ও শ্রদ্ধাবোধ রেখে সাংবাদিকদের কাজ করতে অনুরোধ জানান। তিনি আরও বলেন, সাংবাদিক ও পুলিশ উভয়ই মানুষের কল্যাণের জন্য কাজ করেন। আপনারা (সাংবাদিক) কাজ করেন কলমের মাধ্যমে আর পুলিশ কাজ করেন আইনের পোশাক পড়ে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টায় বর্তমানের পুলিশ জনতার কল্যাণের পুলিশ। আগেকার পুলিশ থেকে অনেক ভিন্নতর। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গুড়া থানার সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর আগে তিনি ঢাকা সিআইডিতে কর্মরত ছিলেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারিতে তিনি চাটমোহর সার্কেলের এএসপি পদে যোগ দেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহাবুব-উল-আলম, মানবকন্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি মো. রায়হান আলী, কালের কন্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি মাসুদ রানা, কালবেলা’র ভাঙ্গুড়া প্রতিনিধি প্রভাষক আব্দুর রহিম, যুগান্তরের ভাঙ্গুড়া প্রতিনিধি সাহেবুল ইসলাম পিপুল।
এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুর ইসলাম, সার্কেল ইন্সেপেক্টর মো. গোলাম মোস্তফা, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. বদরুল আলম বিদ্যুৎ, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দীন, আজকের পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মো. মনিরুজ্জামান ফারুক, জবাবদিহি ভাঙ্গুড়া প্রতিনিধি আবুল ফারাহ সিদ্দিকী, প্রতিদিনের সাংবাদের ভাঙ্গুড়া প্রতিনিধি মো. সিরাজুর ইসলাম আপন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, আমার সংবাদের ভাঙ্গুড়া প্রতিনিধি ইকবাল হোসেন, বাংলাদেশ বুলেট্রিং পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মামুনুর রশিদ, গণকণ্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি গোলাম রাব্বি, সময়ের কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।