মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, মুক্তিযুদ্ধকালীন এমপিএ ও এমসিএ, স্বাধীন বাংলাদেশের মহান জাতীয় সংসদের প্রথম সদস্য, আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উওরবঙ্গের কৃতি শিক্ষাবিদ, আদর্শিক রাজনীতির ঋদ্ধপুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন এমপিএ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল চাটমোহর উপজেলার হান্ডিয়াল মরহুম শিল্পী সমাজী শিশু সদন চত্ত্বরে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।