চাটমোহর উপজেলার হান্ডিয়াল কেশবপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বাড়িতে আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসি ঘণ্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে হান্ডিয়াল কেশবপুর গ্রামের মোঃ আব্দুস ছালামের ছেলে দিনমজুর মনিরুলের বাড়িতে আগুন লেগে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ মনিরুল ইসলাম বলেন, আমি ও আমার পরিবারের সকলে পাশের বাড়িতে সরিষা তোলার কাজ করছিলাম। দুপুরে হঠাত দেখতে পাই আমার বাড়িতে আগুনের ধুয়া। দ্রুত বাড়িতে গিয়ে দেখি আমার নিজ থাকার ঘর সহ গোয়াল ঘরে আগুন লেগে পুড়ছে। আমার চিৎকারে এলাকাবাসি দ্রুত এসে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। সে আরো বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এঘটান সূত্রপাত। আগুনে দুটি টিনের ঘর, নগদ এক লক্ষ টাকা সহ ধান, চাউল, আসবাবপত্র ও একটি ছাগল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে উক্ত গ্রামের বাসিন্দা সার ও কিটনাশক ব্যবসায়ী মোঃ মোতালেব হোসেন জানান, ঘটনার সময় মনিরুলের ডাকে দ্রুত তার বাড়িতে যাই, গিয়ে আগুন দেখে এলাকাবাসিকে ডেকে আগুন নিভাতে সক্ষম হই। মনিরুল একজন গরিব দিনমজিরি করে তার পরিবার চালায়। এ ঘটানায় তার একটি গরু বিক্রির নগদ ১ লক্ষ টাকা পুড়ে গেছে।