কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশ ব্যাপি বিএনপি’র ইউনিয়নে পদযাত্রার কর্মসূচিতে বিএনপি-জামাত জোটসহ স্বাধীনতা বিরোধীরা দেশে কোন ধরনের নাশকতা, মিথ্যাচার ও নৈরাজ্য করতে না পারে সে লক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপি উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা মো: সাজ্জাদুর রহমান তারেক, যুবলীগ নেতা সুমন আলী, যুবলীগ নেতা হেলাল উদ্দীন খাঁন, যুবলীগ নেতা নয়ন আহম্মেদ সবুজ, যুবলীগ নেতা হামিদুল ইসলাম, যুবলীগ নেতা আবুল হাসেম নাইম, যুবলীগ নেতা আলাল উদ্দিন, যুবলীগ নেতা লিটন হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগ নেতা মজির হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগ নেতা ফরাদ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে পুণ:রায় সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠেয় শান্তি সমাবেশে বক্তারা বিএনপি-জামাত জোটের ক্ষমতামলে দেশ ব্যাপি হত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগ, জেল-জুলুম, শারিরীক ও মানুষিক নির্যাতন, বিশেষ করে ভাঙ্গুড়ায় আওয়ামী নেতাকর্মীদের বাড়ি ছেড়ে পালিয়ে থাকার নির্মম কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।