পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক স্বতঃ কন্ঠ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা,আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। যায়যায় দিন, দৈনিক করতোয়া, দৈনিক স্বতঃকন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ভাঙ্গুড়া রিপোর্টার ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দের আয়োজনে সকাল ১০টায় দিকে ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি, যায়যায় দিন,করতোয় উপজেলা , দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ভাঙ্গুড়া পাবনার সভাপতিত্বে এবং ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি মোঃ ময়নুল হক পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বতঃকন্ঠের একাল -সেকাল তুলে ধরে বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা মোঃ আমির হোসেন আমির, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান,সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক,দৈনিক আজকের পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান ফারুক, দৈনিক কালের কণ্ঠ’র প্রতিনিধি মোঃ মাসুদ রানা প্রমূখ। আলোচোনা সভাশেষে সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ কেক কাটেন।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে দৈনিক স্বতঃ কন্ঠ পত্রিকার উত্তোরোত্তর সাফল্য ও আগামীতে প্রকাশনা সমৃদ্ধ হোক এ কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, হান্ডিয়াল প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বিকাশ চন্দ্র গোস্বামী, আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, আলোক চিত্র সাংবাদিক বিকাশ কুমার দাস প্রমুখ।
উল্লেখ্য আলোচনা সভা, কেক কর্তনের পূর্বে উপস্থিত অতিথি ও গণমাধ্যম কর্মিবৃন্দ ভাঙ্গুড়া বাজারস্থ ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির কার্য্যালয়ে এসে আলোচনা সভায় যোগ দেয়।