পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাঁথিয়া উপজেলার ধাতালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এ অভিযান পরিচালনা করে। ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাকসহ একটি টিম এ অভিযানে অংশ নেয়।
ডিবি পুলিশ জানায়, অভিযানে আটককৃত মো: রফিকুল শেখ (৪৫) জেলার আমিনপুর থানার দূর্গাপুর গ্রামের মৃত আ: রহমানের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত রফিকুল শেখের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এবং তার সহযোগী মো: ওসমান প্রাং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওসমান প্রামানিকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে ওসমান প্রাং পালিয়ে যায়।
এ ঘটনায় সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবির) অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।