টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১৭টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাসাইল উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহিম আবরার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বাজার ও দরিদ্র পরিবারের মাঝে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান। এসময় ইউনিয়ন জামায়াতের আমির মমতাজুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ খোকা মিয়া, সেক্রেটারি মোহাম্মদ চান মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “এটি অত্যন্ত মহৎ উদ্যোগ। বিত্তবানরা যদি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান, তবে সমাজ আরও সুন্দর ও কল্যাণমুখী হবে।”