পাবনার সাঁথিয়া উপজেলার প্রশাসনিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
সম্প্রতি বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ব্যবস্থাপনা ও সামাজিক সেবায় অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে তিনি কঠোর ব্যবস্থা নেন। সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি, রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম প্রতিরোধে তিনি একের পর এক অভিযান পরিচালনা করেছেন।
রিজু তামান্নার এ ধরনের সাহসী পদক্ষেপে সাধারণ মানুষ যেমন আশাবাদী, তেমনি সৎ কর্মকর্তা-কর্মচারীরাও উৎসাহিত হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সুশীল সমাজ তার উদ্যোগের প্রশংসা করছেন।
ইউএনও রিজু তামান্না বলেন, “সরকারি অর্থ জনগণের। এক টাকাও যদি অপচয় বা আত্মসাৎ হয়, সেটি জনগণের অধিকার হরণ। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান কঠোর ছিল, আছে এবং থাকবে।”
তার এ পদক্ষেপ সাঁথিয়ার প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তুলছে। ফলে সাঁথিয়া উপজেলায় একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা সাধারণ মানুষ আশা করছে যে ইউএনও রিজু তামান্নার নেতৃত্বে সাঁথিয়া উপজেলা দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী এক অনুকরণীয় মডেলে পরিণত হবে।