দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাবনার আটঘরিয়া উপজেলায় শান্তিপূর্ন সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
শনিবার(৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দেবোত্তর উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয় থেকে একটি শান্তিপূর্ন সমাবেশ বের করা হয়।
বিক্ষোভ সমাবেশটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী যুবলীগ কার্যালয় এসে শেষ হয়।
এসময় আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার এর সভাপতিত্বে শান্তিপূর্ন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, যুবলীগ নেতা নাসিম, কাউন্সিল বিপ্লব হোসেন, সাবেক ছাত্র লীগের সভাপতি বাঁধন প্রমুখ।
উক্ত শান্তিপূর্ন সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।