সুজানগর আদর্শ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর পৌরসভাধীন সুজানগর আদর্শ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। আদর্শ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও প্রধান শি¶ক আবুল মনসুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত শি¶ক ইউসুফ আলী, নবাব আলী মাষ্টার, পৌরসভা এসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদার প্রমুখ।