পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটির সভাপতি-সম্পাদকের নামসহ ৬১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের দলীয় প্যাডে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: হুমায়ন কবির খাঁন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে পার্থ মালাকার জনি সভাপতি, মো: আব্দুল মালেক সাধারণ সম্পাদকসহ ৬১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় চাটমোহর উপজেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদক।
এ দিন নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের দুই অভিভাবক পেয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নতুন সভাপতি-সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে থাকেন সবাই।