আবহমান বাংলার এ ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে পিঠা উৎসবকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং মুখরোচক বাহারি পিঠা-পুলি নিয়ে শুরু হয়েছে চাটমোহরে পিঠা মেলা। বৃহস্প্রতিবার (২৬ জানুয়ারি) উপজেলা শহীদ মিনার চত্ত্বর প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ২ দিন ব্যাপী এ উৎসব শুরু হয়।
প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল সভাপতি এ্যাডঃ এস, এম আব্দুর রউফ এর সভাপতিত্বে পিঠার উৎসব চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। পিঠা খাওয়া ও বিকিকিনির পাশাপাশি প্রতিদিন অনুষ্ঠিত হবে নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
উদ্বোধনী আনুষ্ঠানের উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার- চেয়ারম্যান চাটমোহর উপজেলা পরিষদ, মোছাঃ মমতাজ মহল- উপজেলা নির্বাহী অফিসার চাটমোহর, এ্যাডঃ মোঃ সাখাওয়াত হোসেন সাখো- মেয়র চাটমোহর পৌরসভা, মোঃ মির্জা রেজাউল করিম (দুলাল)- সাবেক মেয়র চাটমোহর পৌরসভা। মোছাঃ তানজিনা খাতুন- সহকারি কমিশনার (ভূমি) চাটমোহর, মোছাঃ ফিরোজা পারভীন- মহিলা ভাইস চেয়ারম্যান চাটমোহর উপজেলা পরিষদ, মোঃ মগরেব আলী- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ মাহাবুবুর রহমান- উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।