মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কর পৌরশহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের প্রত্যকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীনবাসটির সঙ্গে বিপরীত মুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটলে মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আনিছুর রহমান তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর