#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জ জেলার #তাড়াশ_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি সাংবাদিক রুহুল আমিনের।
জীবনী।
ইতিহাস ঐতিহ্য সংগ্রাম আর সাফল্যের দর্পনে চলনবিল চলনবিল দেশব্যাপী পরিচিত পেলে ও চলনবিল অঞ্চল প্রশাসনিক ভাবে উপেক্ষিত।
এই যন্ত্রণাবোধ থেকে যেক’জন সাংবাদিক সাহিত্যিক সংগঠক কবি নিরলসভাবে কাজ করে চলনবিল অঞ্চল কে আলোকিত করেছেন তার মধ্যে রুহুল আমিন অন্যতম।
দৈনিক ইত্তেফাকের চলনবিল সংবাদদাতা, তাড়াশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এই সাংবাদিক কবির পূর্ব পুরুষ আফগানিস্তান থেকে সম্রাট জাহাঙ্গীরের আমলে এদেশের চলনবিলে বসতি স্থাপন করেন।
পঞ্চাশের দশকে কবির জন্ম।
মাওলানা শিক্ষক কবি মুক্ত চিন্তা ও চেতনার মানুষ হিসেবে সমাজের কুটিলতার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। অন্যায় অনাচারের সাথে তিনি আপোষ করেননি।
#কবি_সাংবাদিক_রুহুল_আমিনঃ
কবি সাংবাদিক রুহুল আমিন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার
বাবা হুরমত আলী আখন্দ মাতা রহিমা বেগমের নীতি আর নৈতিক আদর্শ বুকে চেপে লিখেছেন প্রচুর। দৈনিক ইত্তেফাক, যমুনা সহ বিভিন্ন দৈনিক সাপ্তাহিক ও সাহিত্য সাময়িকী তার লেখায় ভরপুর। অর্থাভাবে তার পান্ডুলিপি আলোর মুখ দেখেনি।যৌথ কাব্য গ্রন্থ বেশ ক’টি।চলনবিলের আলোকিত মানুষ হিসেবে সমাজে তার অবস্থান ও অবদান অপরিসীম।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_আজহারুল_ইসলামের জীবন বৃত্তান্ত।