মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

অটোভ্যানের চাপায় ভাঙ্গুড়া আনসার ভিডিপি কর্মকর্তা আহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বেপরোয়া ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল আহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কলেজ মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মমতাজ মহল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মরত রয়েছেন।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) সামিউল ইসলাম জানান, বুধবার সকালে অফিস থেকে উপজেলার পাওয়ার গ্রিড ভাঙ্গুড়া ১৩২/৩৩ উপকেন্দ্র আনসার ক্যাম্প পরিদর্শনে যান মমতাজ মহল। আনসার ক্যাম্প পরিদর্শন শেষে অটোভ্যানে করে অফিসে ফিরছিলেন। অফিসে ফেরার পথে হঠাৎ করে সামনে থেকে অজ্ঞাত নামা একটি অটোভ্যান চাপা দেয়। এতে মমতাজ মহলের ডান হাতের আঙ্গুল ফেটে গেলে আহত অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর