চাটমোহর পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টেবুনিয়া বাঘাবাড়ি সড়কে স্পীড ব্রেকার (গতি রোধক) দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে এলাকাবাসী নারী পুরুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউনুস আলীর সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন, শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সদস্য জহুরুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান, ডাক্তার মোঃ আবু নঈম রাজা প্রমূখ।
বক্তারা শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্পীড ব্রেকার তৈরির জোর দাবী জানান।