পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাটমোহর উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে ঐতিহাসিক দিবসটি পালিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এর সঞ্চলনায় জাতির পিতা, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, শাহাদত বরণকারী সকল দলীয় নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এর প্রত্যায়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মি উপস্থিত ছিলেন।