পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছে। সোমবার (০৯ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)। অপরজন আহত আলমাস রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রুবেল পাবনা এডওয়ার্ড কলেজে অনার্সের ছাত্র ছিলো ও যুবরাজ এ বছর এসএসসি পাস করেছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে পাবনা থেকে বাণিজ্য মেলা দেখে ফেরার পথে বোয়াইলমারী বাজার পার হয়ে মোড়ে হঠাৎ সামনে কুকুর পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ছ’ মিলের গাছের গুলের স্তূপে পড়ে যায় তারা।
স্থানীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা হাসপাতালে নেয়ার পথে যুবরাজ মারা যায়। রুবেল ও আলমাসকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে রাজশাহী নেবার পথে রুবেল মারা যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এদিকে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যুতে তাদের পরিবার ও সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।