পাবনার ভাঙ্গুড়ায় নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগ ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্র, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পৌর সদরের ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় ৪ঠা জানুয়ারি গৌরব ঐতিহ্য , সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্র নেতা, আজাদ খান , ইমরান হাসান আরিফ,সরদার আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন,পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খান, বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।পরে কেক কেটে উপস্থিতিদের মধ্যে বিরতণ করা হয়।
এর আগে উপজেলা ছাত্রলীগ ভাঙ্গুড়া শাখার সভাপতি আতিকুল হাসান বিপ্লব ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শেভা যাত্রা বকুল তলা চত্ত্বর থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকার ছাত্রলগ অফিসের এসে শেষ হয়।