চাটমোহর হান্ডিয়াল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক মাস্টার (৭৮)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বাদ যহোর হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে তার প্রতি প্রথমে রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন পুর্বক চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল ও চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক মাস্টার বুধবার ভোর রাত ৩টা ২৫ মিনিটে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)। মৃত্যুকালে তার এক মাত্র মেয়ে রেখে যান।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম, মমিন মজিবুল হক টুটুল সমাজী, তাড়াশ উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি, পাবনা- ৩ সাবেক সংসদ সদস্য (বিএনপি) কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা মেয়র সাখাওয়াত হোসেন সাখো, সাবেক মেয়র রেজাউল করিম দুলাল, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সম্পাদক সম্পাদক আতিকুর রহমান আতিক, আন্ডার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কে.এম. জাকির হোসেন, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলম প্রাং, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক ময়নুর রহমান হীরক, হান্ডিয়াল প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক সাপ্তাহিক চলনবিলের আলো রফিকুল ইসলাম রনি, মরহুম কাজী আব্দুল খালেকের জামাতা কাজী মোস্তাক আহমেদ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।