পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ি মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের দোতলা ভবন উদ্বোধন করা হয়েছে। ৪ ডিসেম্বরে বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল কালাম বাচ্চুর সভাপতিত্বে ভবনটি উদ্বোধন করা হয়।
ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব খলিলুর রহমান, মোঃ ইন্তাজ আলী খান, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিদ্যালয়টি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সঙ্গে লেখাপড়া চালিয়ে যাচ্ছে।