নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মমতা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের পকেটখালী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মমতা বেগম পাশ্ববর্তী চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী ও বাগাতিপাড়ার চাইপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভ্যানযোগে জামনগর বাজার থেকে চাইপাড়া গুচ্ছগ্রামে যাওয়ার পথে ইক্ষুবাহী ট্রাক্টর পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যান থেকে ছিটকে মমতা রাস্তায় পড়ে গেলে ট্রাক্টকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মমতার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মমতার মৃত্যুর পর ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে, তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। দূত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।