প্রতিবারের মতো এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিলেন চাটমোহর উপজেলা শিক্ষা দপ্তর। রবিবার (১ জানুয়ারি) সকালে উপজেলা আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসব পালন করা হয়। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল এর সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।
এসময় চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী সহ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তা সহ অভিভাবক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক ও ৪৮টি রেজিষ্টার্ড ও কেজি স্কুলে মোট ৫৬ হাজার কোমলমতি শিশু ও মাধ্যমিক স্তরে ৪২ টি স্কুল, ৩০ টি মাদ্রাসা ও ২৪টি স্বতন্ত্র এবতেদায়ীতে ৫লক্ষ ১৫ হাজার পাঠ্য বই প্রায় ৪১ হাজার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।