মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

ই-পেপার

সাহিত্য সম্মেলনে কবি আব্দুল হালিমের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ

লেখালেখি ছিল তার নেশা। সাহিত্যের প্রতি ছিল অঘাধ টান। খবর পেলেই ছুটে যেতেন বিভিন্ন এলাকার সাহিত্য সম্মেলনে। কবি আজিজুল হক সাহিত্য পরিষদ পাবনার উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কবি সম্মেলনে অংশ নিতে ৩১ ডিসেম্বর শনিবার পাবনায় ছুটে গিয়েছিলেন চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের কবি আব্দুল হালিম মাস্টার (৬৪)। অংশ নেন র‌্যালীতেও। সন্ধ্যার দিকে কবি সম্মেলন চলাকালীন সময়ে অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। এখবর ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নামে।

উল্লেখ্য, কবি আব্দুল হালিম হিড়িন্দা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি করতেন সাহিত্য চর্চা। তার বেশ কিছু কাব্য গ্রন্থও রয়েছে। পল্লীচিকিৎসক হিসেবে সেবা দিতেন এলাকাবাসীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর