রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

ই-পেপার

বরিশালের মত ৬৪ জেলায় দুর্নীতি বিরোধী পথসভা হবে – মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫:৪৬ অপরাহ্ণ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বরিশালের মত ৬৪ জেলায় দুর্নীতি বিরোধী পথসভা হবে। আর এই পথসভার মাধ্যমে মানবিক-রাজনৈতিক কর্মসূচিতে আগ্রহী আমজনতাকে ঐক্যবদ্ধ করে দুর্নীতি প্রতিহত করার আন্দোলন বেগবান করবে নতুনধারার রাজনীতিকগণ।

সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিরোধের দাবিতে বরিশাল ও পটুয়াখালী জেলার পথসভা শেষে ঢাকায় নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ২৪ ডিসেম্বর বেলা ১১ টায়  তোপখানা রোডস্থ কার্যালয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোমিন মেহেদী এসময় আরো বলেন, আগামী মাসে ১৭ টি জেলায় একযোগে পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় আমজনতাকে ঐক্যবদ্ধ করতে প্রতিটি শাখার নেতাকর্মীকে যথাযথ ভূমিকা রাখতে হবে।

সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সহ-সাংগঠনিক সম্পাদক কালাম মোহাম্মদ দয়াল, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক কাবেরি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর… শ্লোগানে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর নেতৃত্বে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশকারী নতুনধারায় যোগ দিতে আগ্রহীদেরকে  Natundhara Bangladesh NDB  ফেসবুক পেইজের ইনবক্সে নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে সেন্ড করার আহবান জানিয়েছেন নতুনধারার মিডিয়া সেল সদস্য শেখ লিজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর